বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জনসহ মোট ৫০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সংরক্ষিত আসনে ৭ জন নারী এবং কাউন্সিলর পদে ৩৮ জন পুরুষ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রার্থীরা দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।