পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পাহাড়ের উন্নয়নে আন্তরিক আওয়ামী লীগ সরকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং পর্যটন সব ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চল। একটা সময় পাহাড়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য সমতলের জেলাগুলোতে ভিড় জমাত। কিন্তু সময় বদলেছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহিলা কলেজ, নার্সিং কলেজ, প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ফলে সমতলের শিক্ষার্থীরাও লেখাপড়ার জন্য ইদানীং পাহাড়ে ভিড় জমাচ্ছে। পর্যটন শিল্পের উন্নয়নে দেশি-বিদেশি পর্যটকেরা ভিড় জমাচ্ছেন পার্বত্য জনপদে।
গতকাল বুধবার সকালে বান্দরবান পৌরসভা এলাকায় ইউজিআইআইপি-৩ প্রকল্পের অর্থায়নে ৪৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাস, পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম প্রমুখ।
উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে ইউজিআইআইপি-৩ প্রকল্পের অর্থায়নে ৩০ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডে ড্রেন, কালভার্ট, আরসিসি সিঁড়ি, রাস্তা, প্রতিরক্ষা দেয়াল নির্মাণ। প্রকল্পের অধিকাংশ উন্নয়ন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চলমান উন্নয়ন কাজগুলোর পরিদর্শনের পাশাপাশি আরও নতুন কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্ত্রী বীর বাহাদুর বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। উন্নয়নবান্ধব একটি সরকার। উন্নয়নের স্বার্থে কোনো ধরনের সমঝোতা করে না। প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে। বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার ৭টি পৌরসভার উন্নয়নেও নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। এর সুফল পার্বত্যবাসী ভোগ করছেন।