বান্দরবানে ৪৫ একর পপি বাগান ধ্বংস

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে বিজিবির অভিযানে নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের একটি টিম সীমান্তবর্তী কোঅংপাড়া এলাকায় পাহাড়ে এ অভিযান চালায়।

বিজিবি জানায়, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থানীয় পাহাড়ীদের সহযোগিতায় নিষিদ্ধ পপি বাগান করে সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ একর পপি ক্ষেত ধ্বংস করে বিজিবি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফউলআলম জানান, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ীবাঙ্গালী সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

পূর্ববর্তী নিবন্ধদেশের পথে একজনকে বিদায় দিতে গিয়ে চিরবিদায় তাদের
পরবর্তী নিবন্ধবুনোফুলে সিঁদুরে মৌটুসি