বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ৩৪ কোটি টাকা ব্যয়ে চারটি সড়ক, ব্রিজ নির্মাণ উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়। গতকাল শনিবার বান্দরবান সদরের কালাঘাটা এলাকায় উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, প্রকৌশলী জিল্লুর রহমান, ইউএনও সাবরিনা আফরিন মোস্তফা, প্রকৌশলী জামাল উদ্দিন, জেলা আ.লীগ নেতা অজিত দাস,অমল কান্তি দাস, সামশুল ইসলাম প্রমুখ। উন্নয়ন কাজগুলো হলো এলজিইডি অর্থায়নে ৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে শিশু পরিবারের সামনে থেকে বাহাদুর নগর ও ছাইঙা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক কার্পেটিং, এক কোটি টাকা ৯৩ লাখ টাকা ব্যয়ে নতুনব্রিজ থেকে বড়ুয়াটেক পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, ৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে তারাছা ইউপি অফিস রুটে ৯৯ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ, ১৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে তারাছা ইউপি ইটের সড়ক নির্মাণ এবং ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রোয়াংছড়ি ঘেরাও সড়ক নির্মাণ।
এদিকে উদ্বোধনের পর বালাঘাটায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষেরা এখন আগের মত পিছিয়ে নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পার্বত্যাঞ্চল। বর্তমান সরকারও উন্নয়ন বান্ধব । পার্বত্যবাসীর উন্নয়নে নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।