বান্দরবানে দুই হাজার ৯শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করেছে
কৃষি বিভাগ। গতকাল শুক্রবার প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালে মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে সরঞ্জাম বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মং ক্যচিং চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মারমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, ২০২০-২১ মৌসুমের উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির বান্দরবানের ৭ টি উপজেলায় ২৯০০ কৃষক পরিবারের মাঝে বোরো, গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম এবং শীতকালীন সবজির বীজ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০ মেট্রিক টন সার বিতরণ করা হয়। তারমধ্যে সদর উপজেলায় ৫৯০ জন, রোয়াংছড়ি ৪৮৫ জন, রুমা ১৪৫ জন, থানচি ৬০ জন, লামা ৬৫০ জন, আলীকদম ৫৩৫ জন এবং নাইক্ষ্যংছড়ি ৪৩৫ জন।