বান্দরবানে ২টিতে স্বতন্ত্র, ১টিতে আওয়ামী লীগ জয়ী

ইউনিয়ন পরিষদ নির্বাচন

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ৮:৫৮ অপরাহ্ণ

বান্দরবানে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ২টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ১টিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন সূয়ালক ইউনিয়নে আনারস প্রতীকে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী উক্যনু মারমা, টংকাবর্তী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাংয়ং ম্রো প্রদীপ এবং কুহালং ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মংপু মারমা।

আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তিনটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে ভোট গণনায় প্রার্থী, এজেন্ট এবং নির্বাচন অফিসের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত ফলাফলে কুহালং ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মংপু মারমা পেয়েছেন ৪ হাজার ৪৩২। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৫৩৬ ভোট।

অপরদিকে সূয়ালক ইউনিয়নের আনারস প্রতীকে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী উক্যনু মারমা পেয়েছেন ৩ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মংমংনু মারমা পেয়েছেন ২ হাজার ৭৫০ ভোট।

টংকাবর্তী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাংয়ং ম্রো প্রদীপের ফলাফল এখনও পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিক্ষিপ্ত কিছু ঘটনায় নির্বাচন সম্পন্ন, আহত ৭
পরবর্তী নিবন্ধটেকনাফে রামদাসহ ৫ রোহিঙ্গা আটক