বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবানে পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার দায়ে স্বামী মো: আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে এগারোটায় জেলা ও দায়রা জজ মো. এহ্‌সানুল হকের আদালত এ রায় দেন।
আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ২০১৩ সালে ১৭ মার্চ সকালে মো. আবুল কালাম তারবসত বাড়িতে পারিবারিক কলহের জেরে তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে গাছের মোটা লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ১৭ মার্চ নিহত মনোয়ারা বেগমের বাবা মো: সৈয়দ আলম বাদী হয়ে জামাতা মো: আবুল কালামের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করলে পুলিশ ২০১৪ সালের ১৫ অক্টোবর এ ঘটনায় মো: আবুল কালামকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিদেন দাখিল করে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ৪৮টি ওয়াচ টাওয়ার চালু
পরবর্তী নিবন্ধকর্নেলহাটে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড, দুজনের মৃত্যু