বান্দরবানে সাবেক মন্ত্রীর এপিএস কারাগারে

নাশকতার মামলা

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানে নাশকতার মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) সাদেক হোসেন চৌধুরীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট নূরুল হক আদালত এই আদেশ দেন।

আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে নাশকতার সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালতে অভিযোগ শুনে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ কর্মকর্তা (জিআরও) বিশ্বজিত দাস জানান, নাশকতার মামলায় আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড