বান্দরবানে সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান সদরের উজানীপাড়াস্থ সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী। এ সময় উপস্থিত ছিলেন মুজিবুর রশীদ, জাহাঙ্গীর আলম, সাবিকুর রহমান জুয়েল, দৌলতুল কবীর খান, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি মো. আজম প্রমুখ।

কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত বাংলাদেশ গড়তে কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শহীদ জিয়ার সেই আদর্শকে ধারণ করে বিশ্ব ঐতিহ্যবাহী সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত করা হলো। বিএনপি ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবৈচিত্র্যময় মার্কেটের শহর চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবিচার বিভাগীয় তদন্তএবং গণগ্রেপ্তার না করার আহ্বান সিপিবির