বান্দরবানে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ আজ

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

বান্দরবান সাবেক ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজনে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ আজ ১৪ নভেম্বর বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বান্দরবান জেলা ফুটবল খেলোয়াড় সমিতি এবং সোনালী অতীত ফুটবল দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি থাকবেন বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার,বান্দরবান জেলা ফুটবল এসেসিায়িেশনের আহবায়ক জাবেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বান্দরবান সাবেক ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ ইসলাম কোম্পানী।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে আইসিসির শাস্তি
পরবর্তী নিবন্ধবিসিবির চুক্তিতে ৫১ ক্রিকেটার, কে কত বেতন পাবেন