পাহাড়ে আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘাত, সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজিসহ অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে বান্দরবানে সমপ্রীতির মিছিল সমাবেশ করেছেন ঐক্যবদ্ধ সর্বস্তরের পাহাড়ি–বাঙালিরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বান্দরবান জেলা শহরে এ সমপ্রীতির মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ম্রো স্টুডেন্ট সোস্যাল কাউন্সিলের সভাপতি তনয়া ম্রো, মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সভাপতি বম সোস্যাল কাউন্সিলের সভাপতি লালজা লম বম, খ্রিষ্টান ধর্ম যাজক রেভাঃ পাকসিম বম, হেডম্যান উনি হ্লা মারমা, শিক্ষাবিদ ক্যশৈ প্রু খোকা, কেন্দ্রীয় মসজিদের খতিব আলাউদ্দিন ইমামী, বৌদ্ধ ভিক্ষু সত্যজিৎ মহাথের প্রমুখ। সমপ্রীতির সমাবেশে বম সমপ্রদায়ের ধর্ম যাজক পাকসিম বম কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সংগঠনের নামে বম সমপ্রদায়ের বিপদগামী সদস্যদের সরকারের নিকট আত্মসমর্পণের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানান।