মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের কারাতে ইভেন্ট শুরু হয়েছে বান্দরবানে। গতকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবনে বেলুন উড়িয়ে ৩দিন ব্যাপি বাংলাদেশ গেমসের কারাতে ইভেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান ৬৯ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরীন আখতার, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার ।
গেমসের কারাতের ১৯টি ইভেন্টে সাতটি বিভাগের ৩৯টি গ্রুপের দেড়শ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। গেমসের বান্দরবান পর্ব শেষ হবে আগামীকাল ৮এপ্রিল। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে গেমসের খেলা সমুহ। গতকাল উদ্বোধনী দিনে কারাতেতে প্রথম স্বর্ণ পদক জিতেছে বান্দরবান জেলার নুমে মারমা। ব্রোঞ্জ জিতেছেন আনসার বাহিনীর হুমায়রা আকতার অন্তরা।