বান্দরবানে তিন বছর বয়সী এক শিশুকে বলৎকারের মামলায় মো. শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম করাদণ্ডাদেশে দিয়েছেন আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর ) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ প্রদান করেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার ও আইনজীবী।
আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ আগস্ট আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ কারবারিপাড়ার নুরুল আলম সওদাগরের নির্মাণাধীন ঘরের একটি কক্ষের ভিতরে তিন বছরের শিশুকে জোরপূর্বক বলৎকার করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে ঘটনায় জড়িত থাকার আপরাধে মো. শরিফুল ইসলামকে (১৮) আসামি করে ভিকটিমের পিতা আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ যাচাই বাচাই শেষে আজ সোমবার ১১জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম করাদণ্ডাদেশে দিয়েছেন।