বান্দরবানে শিক্ষাবৃত্তি পেলো ৭৩৩ জন শিক্ষার্থী

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭৩৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষা উপবৃত্তি। গতকাল শনিবার বান্দরবান জেলা শহরের অরুণসারকী টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি জেলার সাত উপজেলার স্থায়ী বাসিন্দা বিভিন্ন কলেজে অধ্যয়নরত ৩৩০ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৪০৩ জনকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লক্ষ ৪০ হাজার টাকা শিক্ষার্থীদের মাঝে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. নুরুল আলম চৌধুরী, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ড. শেখ ছাদেক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়ন এবং শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এই সরকারের আমলেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি আরও বলেন, পাহাড়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা টাকার অভাবে মাঝপথে এসে ঝড়ে পড়ে। তাই এসব শিক্ষার্থীরা যাতে করে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য এই শিক্ষাবৃত্তির ব্যবস্থা। এই শিক্ষাবৃত্তি আগামীতে আরও বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশলী মুনাওয়ার আহমদ স্মরণে আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমোগলটুলিতে নকল ক্যাবল তৈরির সময় আটক ৫