বান্দরবানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৪:৫৪ পূর্বাহ্ণ

ভোটের বাতাস বইছে বান্দরবানে। লামা এবং নাইক্ষ্যংছড়ি দুটি উপজেলার ৯টি ইউনিয়নে ভোটের সমীকরণ মেলাচ্ছে ভোটাররা। তবে এবারের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হিসাবে লড়ছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীরাই। নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটের মাঠে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দাবি ভোটারদের।
নির্বাচন অফিসের তথ্যমতে, আগামীকাল জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটার সংখ্যা ১৪ হাজার ৮৪৩ জন। যার মধ্যে পুরুষ ৭ হাজার ৪৩৬ জন, আর মহিলা ৭ হাজার ৪০৭ জন। অপরদিকে একিদিন লামা উপজেলায় আজিজনগর, গজালিয়া, লামা, ফাঁসিয়াখালী, সরই, রপসীপাড়া এবং ফাইতং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯৮৪ জন। যার মধ্যে পুরুষ ২৯ হাজার ৯৬৯, আর মহিলা ২৮ হাজার ১৫ জন।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ১১ নভেম্বর বান্দরবানে ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণের সমস্ত প্রস্তটি সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমগনামার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
পরবর্তী নিবন্ধউখিয়ায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা