বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গাছের চারা রোপণ করে গতকাল বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) শক্তি ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এ সময় অন্যান্যদের মধ্যে শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর নাজমুল আহসান, শক্তি ফাউন্ডেশনের কক্সবাজার রিজিয়নের হেড বিপ্লব কুমার চৌধুরী, টিম লিডার এসএম তানজীর হোসেন, এরিয়া সুপারভাইজার অরুন চন্দ্র দাশ, সবুজ রায়, শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দে, আরিফ হোসেন চৌধুরীসহ শক্তি ফাউন্ডেশনের বান্দরবান শাখার কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সবুজায়নের লক্ষ্যে জেলা প্রশাসন চত্বর এবং পর্যটন স্পট প্রান্তিক লেকে ৬৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সবুজায়ন গড়তে সকলের এগিয়ে আসা উচিত। গাছের গুরুত্ব অপরিসীম। গ্রিন ইনিশিয়েটিভে প্রকল্পের মাধ্যমে দেশের ৫৫টি জেলাতে তিন হাজারের অধিক গাছের চারা রোপনের উদ্যোগ প্রশংসনীয়।
স্বাস্থ্য সেবা সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থসামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে শক্তি ফাউন্ডেশনের কর্মকাণ্ডগুলো ভূমিকা রাখবে।