বান্দরবানের রোয়াংছড়িতে মদ খাওয়া নিয়ে বাকবিতন্ডার জেরে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে বেক্ষ্যং পাড়া তারাছা খাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম উথোয়াইশৈ মারমা (১৮)। সে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজন হলেন, রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা পাড়া বাসিন্দার ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে দেড়টার দিকে উথোয়াইশৈ মারমাসহ তাঁর সহপাঠী তিন বন্ধুর মধ্যে মদ খাওয়ার সময়ে বাকবিতন্ডা হয়। এসময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। বাকবিতন্ডায় এক পর্যায়ে খালের পাড়ে উথোয়াইশৈ মারমাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে সহপাঠীরা।
হত্যার পর লাশটি খালের পানিতে ফেলে দেয়। বিষয়টি গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে নিহতের পিতা শৈচনু মারমা স্থানীয় ইউপি সদস্যকে জানানোর পর পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেক্ষ্যং পাড়া এলাকার তারাছা খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকের আহমেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তারকৃত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।