ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে গভীররাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এসময় বিক্ষুদ্ধরা রাজারমাঠ এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে সোয়া একটাই এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় বান্দরবান শহরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গভীররাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বাজার হয়ে মধ্যমপাড়া হয়ে রাজারমাঠ এলাকা দিয়ে যাবার সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়।
এ সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য দায়ী করে বীর বাহাদুরকে গ্রেফতারে স্লোগান দেয়। পরে তারা বাজারের ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাবেক মন্ত্রীর বাসভবন অধিকাংশ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, গভীররাতের ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।












