বান্দরবানে মাঠে আওয়ামী লীগ, বিএনপি, পার্বত্য নাগরিক পরিষদের সম্ভাব্য প্রার্থীরা

পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১০:১৪ অপরাহ্ণ

চতুর্থ ধাপের নির্বাচনে বান্দরবান পৌরসভার ভোটগ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পরই দলীয় মনোনয়নের দৌড়ে মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
আজ রবিবার (৩ জানুয়ারি) ইসি সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণার পর নড়েচড়ে বসেছেন প্রার্থীরাও।
নির্বাচন অফিস সূত্রমতে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু করবেন ১৭ জানুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।
দলীয় ও স্থানীয়দের তথ্য মতে, বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর দৌড়ে আছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, আওয়ামী লীগের পৌরশাখা সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজা, বিএনপির পৌরশাখা সভাপতি নাছির উদ্দিন চৌধুরী এবং পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন। তবে এখনো পর্যন্ত দলীয়ভাবে আওয়ামী লীগ ও বিএনপি কোনো প্রার্থী চূড়ান্ত করেনি।
জেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আবুল কালাম মুন্না জানান, জেলা আওয়ামী লীগের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম প্রস্তাবনা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
পার্বত্য নাগরিক পরিষদ জেলা সভাপতি কাজী মুজিবুর রহমান জানান, পার্বত্য নাগরিক পরিষদের মনোনীত প্রার্থী মো. নাছির উদ্দিনের পক্ষে ইতিমধ্যে কাজ শুরু করেছে কর্মীরা।
জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং জানান, বিএনপির প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সবে’তো তফসিল ঘোষণা হলো। জেলা, উপজেলা এবং পৌরশাখা কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কেন্দ্রে প্রস্তাবনা পাঠানো হবে। কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত করা হবে প্রার্থীর নাম।

পূর্ববর্তী নিবন্ধনা ফেরার দেশে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে টমটমের ধাক্কায় শিশু নিহত