বান্দরবানে ব্রিজের সাথে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

বান্দরবানের কুহালংয়ে ব্রিজের সাথে পর্যটকবাহী বাসের ধাক্কায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোজাফফর (৬৫)। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপায় স্টিলের বেইলি ব্রিজের সাথে রাজশাহীর পর্যকটবাহী একটি বাসের ধাক্কা লাগে। এতে বাসের চালকের সহকারী দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নেবার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোজাফফরের বাড়ি নওগাঁ জেলার শিগরামপুর উত্তর গ্রামে।

গাড়ীর অপর শ্রমিক সাজ্জাদ বলেন, রাজশাহী মোহনপুর থেকে নবাবী এন্টারপ্রাইজ গাড়ি নিয়ে ২২ অক্টোবর দেশের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণে বের হন তারা। সিলেট, খাগড়াছড়ি, রাঙামাটি ঘুরে বাঙ্গালহালি হয়ে বান্দরবান জেলার বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণে আসার সময় কুহালং ব্রিজের সাথে বাসের ধাক্কা লেগে দুর্ঘটনায় গাড়ীর হেলপারের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ব্রিজের সাথে বাসের ধাক্কায় বাসের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পর্যটকবাহী গাড়িটি রাঙামাটি থেকে বান্দরবান আসছিল।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে জাতীয় জাদুঘরের শাখা আবদুল হক চৌধুরী স্মৃতিকেন্দ্র
পরবর্তী নিবন্ধএকটি সেতুর অভাবে…