বান্দরবানে পণ্যবোঝাই ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন সীমান্তবর্তী বাঙালহালিয়া এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক পেরুনোর সময় বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাক চালক সহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে সেনাবাহিনী, স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিন চৌধুরী বলেন, “বান্দরবান-রাঙামাটি সড়কের ৩৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক সহ একটি বেইরি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটি পর্যবেক্ষণ করে মেরামতের জন্য ঘটনাস্থলে গেছে সড়ক বিভাগের লোকজন। যত দ্রুত সম্ভব সড়কটি চালু করার চেষ্টা করছি “