বান্দরবানের আলীকদমে পাচারের সময় বিপন্ন প্রজাতির ২টি ভালুক শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী পাচারের দায়ে মো. আলাউদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকায় আলীকদম–চকরিয়া সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী বন্যপ্রাণী পাচারকারী মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তল্লাশি করে অচেতন অবস্থায় দুইটি ভালুকের বাচ্চা উদ্ধার করা হয়। সংঘবদ্ধ একটি চক্র পাহাড়ের বিরল প্রজাতির বন্যপ্রাণী কৌশলে ধরে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী–বনবিভাগ কাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, উদ্ধার করা ভালুক শাবক দুটি চকরিয়া সাফারি পার্কে উন্মুক্ত করার জন্য বনবিভাগের কাছে দেয়া হয়েছে। বনাঞ্চল থেকে বন্যপ্রাণী পাচার রোধে বান্দরবান পুলিশ সতর্ক আছে। গ্রেপ্তারকৃত পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা করা হয়েছে।