বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে। এসময় বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত পথে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় বিজিবির দুটি দল অভিযান চালায়।
এসময় বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ৩৬ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় মাদক চোরাকারবারি দলের সাথে বিজিবি গোলাগুলি হয়। গোলাগুলিতে ১ জন মাদক চোরাকারবারির মৃত্যু হয়। নিহতের নাম আব্দুর রহিম (২৫)। সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত শরণার্থী। তার পিতার নাম ওবায়দুল হক।
এসময় ঘটনাস্থল থেকে ১টি দু’নলা বন্দুক, ৪ রাউন্ড গুলি এবং ৫০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বিজিবির অভিযানে মাদক চোরাকারবারির গুলিতে এক বিজিবি সদস্য আহত হয়। বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি মারা গেছে। অভিযানে একটি বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।