বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর

বান্দরবান প্রতিনিধি ম | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

বান্দরবানে কালাঘাটায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জয় বাংলা স্লোগান দিয়ে অফিসে তালা ভেঙে এ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটায় বিএনপির অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাঙচুর করে চলে যাওয়ার সময় তারা পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগান লিখে যায়।

পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আন্দোলনে হামলা মামলায় ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো কালাঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি অফিস ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এদিকে খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুবককে অপহরণ, পাহাড়তলীতে চক্রের তিন সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশুকিয়ে গেছে ঝিরিপথ-ঝর্না পানির জন্য হাহাকার