পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে অবৈধভাবে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভরির মুখ মংপাখই হেডম্যান পাড়া এলাকার পাশে মাতামুহুরি নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এস্কেভেটর গাড়ি জব্দ করেছেন ইউএনও।
সোমবার (৪ নভেম্বর) বিকাল বেলায় চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড মংপাখই হেডম্যান পাড়া এলাকার পাশে মাতামুহুরি নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এস্কেভেটর গাড়ি জব্দ করেছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব।
স্থানীয়রা বলেন, এস্কেভেটর মালিক আলী বাজার এলাকার মোঃ ফরিদ নামের এক ব্যক্তি ভরিরমুখ মংপাখই হেডম্যান পাড়া সংলগ্ন মাতামুহুরি নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। সড়ক উন্নয়নের দোহাই দিয়ে দিনের বেলায় অবৈধভাবে বালু উত্তোলন করেন।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব বলেন, চৈক্ষ্যং এলাকার ভরিরমুখ মংপাখই হেডম্যান পাড়া সংলগ্ন মাতামুহুরি নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃিত এস্কেবেটর গাড়ি টি জব্দ করা হয়েছে। এ সময় এস্কেবেটর গাড়ি জব্দ করে মোবাইল কোর্টের মাধ্যমে ১টি মামলা রুজু হয়েছে। এ মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। তিনি আরও বলেন,আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।