বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কারিতাসের পুনর্বাসন প্রকল্প

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নতুন প্রকল্প শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল রোববার বান্দরবান জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ল্যাটার-ডে সেইন্টস্‌ চ্যারিটিজের (এলডিএসসি) আর্থিক সহায়তায় এবং ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের (সিআরএস) কারিগরী সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের মূল দায়িত্বে রয়েছে কারিতাস বাংলাদেশ। স্থানীয় সংস্থা হিসেবে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব রয়েছে। ‘বান্দরবান জেলায় ২০২১ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি সাড়াদান এবং পুনর্বাসন প্রকল্পে’র জেলা পর্যায়ে আয়োজিত অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ শাদেক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিমন সরকার, বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সহকারী কমিশনার অমিত রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, ক্ষয়ক্ষতি হ্রাস ও জীবনমান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দুইশ পরিবারকে গৃহ মেরামতের জন্য আর্থিক ও কারিগরী সহায়তা এবং ৪৬০টি পরিবারকে গবাদি পশু পালন বা কৃষি কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিং, কারিতাস কর্মকর্তা রূপনা দাশ, ছিপু গোমেজ, প্রিয়াংকা নাগ, মাজহারুল ইসলাম আশি, যোসেফ হাপেহা ত্রিপুরা ও ড. ইয়ামিন আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদলের মধ্যে ঐক্য রাখাটাই সবচেয়ে বেশি প্রয়োজন
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির স্প্রিং সেশনের ক্লাস আজ শুরু