বান্দরবানে প্রাইমারী প্রধান শিক্ষক সমিতির আলোচনা সভা

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের স্পাইসি ডাইন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সভাপতি মো: আমির হোসেন নয়ন। এ সময় অন্যান্যদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন ভূইয়া, লিটন কান্তি দাস, জসিম উদ্দিন, রাজিব চৌধুরী, মো: ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলনে অংশ নেয়া শহীদদের স্মরণে নিরবতা পালন এবং দোয়া করা হয়। সভায় শিক্ষক সমিতির জেলা সভাপতি মো: আমির হোসেন নয়ন বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম পরিশ্রমের ফসল শিক্ষকদের ১০ম গ্রেডের রিভিউ মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম গ্রেড গেজেটেড পদমর্যাদার আদেশ হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের খবর। চাকুরি জীবনের শেষ বছরে এসে হলেও ঐতিহাসিক আদেশে সুফল ভোগ করতে পারবে শিক্ষকরা। কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলের প্রতি যারা শিক্ষকদের যৌক্তিক দাবীতে পাশে ছিলেন তাদের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভাটিয়ারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান