বান্দরবানে প্রতিপক্ষের হামলায় চাচা-ভা‌তিজা আহত

জমি সংক্রান্ত বিরোধ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৪১ অপরাহ্ণ

বান্দরবানের হাফেজঘোনায় জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চাচা-ভা‌তিজা আহত হয়েছেন।
আহতরা হলেন এহসানুল হক মিলন (৩৬) ও তার ভা‌তিজা আশরাফ উ‌দ্দিন (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৃহস্প‌তিবার সন্ধ্যায় বান্দরবান হাফেজঘোনা এলাকায় ভূ‌মিদস্যু লেয়াকত আলীর নেতৃত্বে একটি পক্ষের লোকজন সে‌লিনা আক্তারের বসতভিটা জোরপূর্বক দখল করে বা‌ড়ি নির্মাণের চেষ্টা চালায়।
এসময় আরেকটি পক্ষ বাধা দিলে হামলাকারীরা প্রতিপক্ষকে মারধর করে।
হামলায় এহসানুল হক মিলন এবং তার ভা‌তিজা আশরাফ উ‌দ্দিন নামে দু’জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ-প‌রিদর্শক এসআই মাজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছে। একটি লিখিত অ‌ভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় দেশে মারা গেছেন আরও ২৪ জন
পরবর্তী নিবন্ধবান্দরবানে গ্রাম পুলিশ প্রধান ইয়াবাসহ আটক