বান্দরবানে পাহাড়ের বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাল্পউড বন বিভাগের লোকজন গ্রামবাসীদের কাছ থেকে বানরটি উদ্ধার করে। বনবিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার উজি পাড়ায় পাহাড়ে জুমিয়ারা জুম ক্ষেতে যাবার সময় গত ১ মে বানরটি বনের ভিতরে গাছে দেখতে পান। খবর পেয়ে পাড়ার কয়েজন তরুণ পাহাড়ে গিয়ে বানরটি ধরে নিয়ে আসে। স্থানীয় পাড়াবাসী বিষয়টি বনবিভাগের কাছে জানালে পাল্পউড বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়ার নেতৃত্বে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নিয়ে যান। বনবিভাগ খবর পেয়ে বানরটি উদ্ধার করে নিয়ে গেছেন।
পাল্পউড বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া বলেন, পাড়াবাসীর তথ্যের ভিত্তিতে উজিপাড়া ভিতর থেকে একটি লজ্জাবতি বানর উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বানরটি তাদের হস্তান্তর করা হবে।











