বান্দরবান জেলায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমলেও বেড়েছে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবারও জেলায় সবচেয়ে বেশি জিপিএ–৫ পেয়েছে ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজে ৪২ জন। এ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৪৮ জন পাস করেছে। বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেদ মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর এসএসসি, মাদ্রাসা ও কারিগরি বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯২৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৬৮ জন। পাসের হার ৬০.২৮ শতাংশ, যা গত বছরের ৭২.৭৫ শতাংশ থেকে প্রায় ১২ শতাংশ কম। মাদ্রাসা ভিত্তিক এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৩৯ জন উত্তীর্ণ হয়েছে ৩০৯ জন ও জিপিএ–৫ পেয়েছে ৩ জন। যার পাসের হার ৭০ দশমিক ৮ শতাংশ। যা গত বছরে তুলনায় পাসের হার কমেছে ১০ শতাংশ। কারিগরি শিক্ষা বিভাগের পরীক্ষায় অংশ নিয়েছে ৩১৫ জন, উত্তীর্ণ হয়েছে ১৯০জন ও জিপিএ–৫ পেয়েছে ২ জন। যা পাসের হার ছিল ৬০ দশমিক ৩১ শতাংশ।
গত বছরে তুলানায় পাসের হার কমেছে ১৭শতাংশ। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেদ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন,গত বছরের তুলনায় এ বছর পাসের হার অনেক কম। তবে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।