বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিট অফিসের পাঁচতলা আধুনিক ভবনের নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদরের কলেজ রোডস্থ নিজস্ব জায়গায় ছয় কোটি টাকা ব্যয়ে ৫তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী, পুলিশ সুপার জেরীন আখতার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবুবিন ইয়াছির আরাফাত, পৌরসভার ন্ন মেয়র সৌরভ দাস শেখর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রৈটারী অমল কান্তি দাস, বিশিষ্ট ঠিকাদার উজ্জ্বল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, “ইউনিট অফিসের কাজ সচল রাখতে নতুন ভবন নির্মাণের কাজ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বর্তমান সরকার পার্বত্যবাসীর উন্নয়নে আন্তরিক। সরকার এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।”
ছবির ক্যাপশানঃ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।