পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে মেহেরপুরে ঝিরির পানিতে ডুবে তাকরিম নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেহেরপুরর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকরিম এলাকার মেহেরপুর এলাকার আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু তাকরিম খেলতে গিয়ে বাড়ির পাশে ঝিরির কুপের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে কুপের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাকরিমকে মৃত ঘোষণা করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, শিশুটির মৃত্যুকে অপমৃত্যু হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।