বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে, চালকের মৃত্যু

পটিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

আজাদী ডেস্ক | সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ খাদে পড়ে গেলে চালকের মৃত্যু হয়। অন্যদিকে পটিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল সিএনজি যাত্রীর।
আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, শনিবার রাতে বান্দরবান-রোয়াংছড়ি উপজেলা সড়কের কালাঘাটা বেইলি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে গেলে জিপ চালকের মৃত্যু হয়। এসময় গাড়ির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের নাম রুবেল বড়ুয়া নয়ন (৩২)। তিনি মধ্যমপাড়ার অজিৎ বড়ুয়ার ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী পাইনু মারমা জানান, বান্দরবান শহর থেকে রোয়াংছড়ির দিকে যাবার পথে হঠাৎ গাড়ির গতি বেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকের আসনে থাকা রুবেলের মৃত্যু হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, দুর্ঘটনায় চালকের মৃত্যুু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে।
পটিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কঙবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় বাস চাপায় প্রাণ গেল এক সিএনজি যাত্রীর। তার নাম রওশন আরা বেগম (৫০)। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার ফজল আহমদের স্ত্রী। গতকাল বেলা ১১টায় বাসের ধাক্কায় সিএনজি যাত্রী রওশন নিহত হন।
জানা গেছে, উপজেলার মনসা চৌমুহনী এলাকায় শহরমুখী মিনিবাসের (চট্টমেট্রো চ- ১১-১৪৩৭) সঙ্গে একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী রওশন আরা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে সানজিদা সুমাইয়া নামের আরো একজন আহত হয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানিয়েছেন, মিনি বাস ও সিএনজির সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও আরো একজন আহত হয়েছে। মিনি বাস ও সিএনজি গাড়ি দুইটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপানি সংকটে ১০ হাজার বাসিন্দা, নির্বিকার ওয়াসা
পরবর্তী নিবন্ধতিন পার্বত্য জেলায় পৌঁছলো ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন