বান্দরবান পৌরসভায় নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে ফেরার পথে তাদের বরণ করে নেয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবীসহ ৯ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলররা শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন অজিত কান্তি দাশ, মো. ওমর ফারুক, মং মং সিং মারমা, সৌরভ দাশ শেখর, মো. হারুন সরদার, মো. সেলিম রেজা, দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, এমেচিং মারমা ও শাহানা আক্তার শানু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর।