বান্দরবানে নারী পর্যটকের মৃত্যু আটক ২ বন্ধু

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বান্দরবানে বন্ধুদের সাথে ভ্রমণে এসে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জারা হক (২২)। তিনি ঢাকা গুলশানের সাঈদনগর এলাকার বাসিন্দার মো. আলমের কন্যা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ওই নারী এবং তার দুই পুরুষ বন্ধু মিলে ভ্রমণে এসে বান্দরবান সদরের মেঘলাস্থ গ্রীনপিক রিসোর্টে ওঠে। সেখানে রাতে আড্ডায় মদ্যপানের ফলে শ্বাসকষ্ট দেখা দেয় নিহত নারীর। অতিরিক্ত মদ্যপানের কারণে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চিকিৎসার জন্য হিলভিউ হাসপাতালে নেয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের ২ বন্ধুকে আটক করেছে।

আটকরা হলেন- মো. নিহাল (২২) ও মো. আসিফ হোসেন (২৩)। আটক দুজনের বাড়ি ফেনী সদরের পশ্চিম উকিল পাড়ায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম ইকবাল হোসাইন বলেন, জারা হক নামে এক নারী পর্যটককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। তবে চিকিৎসা শুরুর আগেই অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়। লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার জানান, নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণকারী সঙ্গী ২ যুবককে আটক করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআটকা পড়ল ১১৩ কন্টেনার হাইড্রোজেন পারঅক্সাইড
পরবর্তী নিবন্ধবিএম ডিপোর ঘটনায় আট কর্মকর্তার নামে মামলা