বান্দরবানে ঝিরিতে পড়ে জুম চাষির মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ের জুম ক্ষেত থেকে বাড়িতে ফেরার পথে পাহাড়ি ঝিরির পানিতে পড়ে এক চাষীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইন্দ্রলাল চাকমা (৬২)। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় পাহাড়ে চাষ করা জুমের ক্ষেতে কাজ শেষে সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে ফেরার পথে পা পিছলে তুংথং পাহাড়ি ঝিরিতে পড়ে পানির স্রোতে নিঁখোজ হয় জুম চাষী। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঝিরিতে তার লাশ দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঝিরি থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত জুমচাষি সদর ইউনিয়নের লট্য চাকমার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের নতুন চেয়ারম্যানের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধইপিজেডসহ কয়েকটি এলাকায় গণসংহতি আন্দোলনের পথসভা