বান্দরবানে জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

১১ লাখ ৩৮ হাজার টাকার নোট উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াছাখালী সাকিনে নূরুল ইসলামের দোকানের সামনে জাল টাকা হাতবদলের সময় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় পাচারকারী চক্রের কাছ থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১ ইস্ট ব্লকের হাবিব উল্লাহ (১৯), আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার মো. আবুল হাশেম (৩২)। এদের মধ্যে দুজন রোহিঙ্গা সহোদর এবং অপরজন সিএনজি টেক্সি চালক।

ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, মামলার এজাহারভুক্ত লোকমান হাকিম কালা পুতু (৩৪), লেমুতলী দোছড়ি ইউনিয়নের বাসিন্দা। জাল নোট কোথায় ছাপানো হয়েছে, দেশের ভিতরে নাকি বিদেশে, তা তদন্তের বিষয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে পানির ট্যাংক ভর্তি ট্রাক উল্টে নারী নিহত
পরবর্তী নিবন্ধবগুড়ার পাশাপাশি ঢাকাতেও ভোট করবেন তারেক