বান্দরবানে ‘জঙ্গিদের মধ্যে দ্বন্দ্ব’ একজন খুন, কবরের সন্ধান

লাশ উত্তোলনের সিদ্ধান্ত

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ের গহীনে সশস্ত্র দল ‘কেএনএফ’ বা ‘বম পার্টি’র আস্তানায় প্রশিক্ষণ নিতে যাওয়া নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এক সদস্য ‘নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে খুন’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই জঙ্গিকে পাহাড়েই কবর দেওয়া হয়, যার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে আদালতের নির্দেশে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন রুমা উপজেলার ইউএনও মো. মামুন শিবলী। তিনি বলেন, রোববার (আজ) মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা দেওয়া হবে। খবর বিডিনিউজের।

রুমা উপজেলা থেকে পাহাড়ের অনেক ভেতরে লুয়ংমুয়াল পাড়া এলাকার জঙ্গলে ওই জঙ্গিকে কবর দেওয়া হয়। পুলিশ ও র‌্যাবের একটি দল গত শুক্রবার সমপ্রতি গ্রেপ্তার দুই জঙ্গিকে সঙ্গে নিয়ে গিয়ে সেই কবর শনাক্তও করে এসেছে। এরপর আদালতের নির্দেশে ওই কবরে মরদেহের সন্ধানে পুলিশ ও স্থানীয় প্রশাসনের গহীন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও তীব্র শীতের প্রতিকূল আবহাওয়ায় তা বাতিল করা হয় বলে জানান রুমা থানার ওসি মো. আলমগীর হোসেন।

তিনি জানান, দিন কয়েক আগে রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন পাহাড়ে অভিযানকালে গ্রেপ্তার পাঁচ জঙ্গির কাছ থেকে রিমান্ডে পাওয়া তথ্যের সূত্র ধরে ‘খুনের’ এ তথ্য জানা যায়। এরপর রিমান্ডে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এ তথ্য জানার পর তদন্ত কর্মকর্তা তা আদালতকে অবহিত করেন। পরে আদালত জঙ্গির কবর শনাক্ত করে মরদেহ উত্তোলনের নির্দেশ দেয় বলে তিনি জানান।

গতকাল শনিবার সাংবাদিকদের ওসি বলেন, ‘আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত জঙ্গির মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রতিকূল আবহওয়ার কারণে যাত্রা বাতিল করা হয়েছে। রোববার মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।’

গত বৃহস্পতিবার বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে র‌্যাব নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানায়। এসব জঙ্গিরা রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন পাহাড়ে সশস্ত্র দল ‘কেএনএফ’ বা ‘বম পার্টি’র আস্তানায় প্রশিক্ষণ নিতে গিয়েছিল বলে র‌্যাবের ভাষ্য।

পূর্ববর্তী নিবন্ধহযরত আবু বক্কর সিদ্দিক (রা.) স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা