বান্দরবান জেলা শহরে ব্যবসায়ীর অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা পরিসংখ্যান কার্যালয়ের গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম শাহাদাত হোসেন ওরফে সাজু (৪৫)। পুলিশের অভিযানে গতকাল রোববার ভোরে কঙবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুর একটায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, জেলা শহরের সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় তিন দিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কঙবাজারের চকরিয়ার খুটাখালী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত শাহাদাতের বাড়ি বান্দরবান শহরের ইসলামপুরে। এরআগে তিনি চকরিয়ায় থাকতেন। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শাহাজান জানান, শাহাদাত হোসেন আউটসোর্সিংয়ে পরিসংখ্যান দপ্তরের গাড়িচালক হিসেবে কাজ করেন। তাঁর নিয়োগ করা কোম্পানি থেকে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বলে জানিয়ে আসছিলেন। ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি তিনি জানেন না।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে এগারোটার দিকে পাহাড়িকা ফিলিংস পেট্টল পাম্পের মালিক ব্যবসায়ী নিখিল কান্তি দাশ বাসায় ফেরার পথে উপজেলা পরিষদ কার্যালয় এলাকার প্রধান সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন। তাঁর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী। ঘটনার পর নিখিল কান্তি দাশ থানায় মামলা করেন। এরপর পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে।