বান্দরবানে ছাত্রসমাজের মোমবাতি মিছিল

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও বাংলাদেশে শান্তি সমপ্রীতির জন্য মোমবাতি জ্বালিয়ে প্রদ্বীপ মিছিল করেছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবান সাঙ্গু ব্রিজ থেকে শিক্ষার্থীদের একটি মোমবাতি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হয় এবং বাংলাদেশের শান্তি সমপ্রীতি যাতে ফিরে আসে সেজন্য সকলে দেশবাসীর কাছে একসাথে মিশে কাজ করার আহ্বান জানান।শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচারসহ ৯ দফা দাবি পূরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশকে নতুন করে যাতে সাজিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে সকল ছাত্র সমাজের পাশে থাকার সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধগেরদা তারো ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ যার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড মডেল থানায় ফিরছে পুলিশ, সহযোগিতা করছে ছাত্র-জনতা