বান্দরবানে ছাড়া পেল অপহৃত ৯ তামাক শ্রমিক

‘১০ লাখ টাকা মুক্তিপণ’

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

মুক্তিপণের বিনিময়ে বান্দরবানের লামায় অপহৃত ৯ জন তামাক শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ছেড়ে দেবার পর যৌথ বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের পার্শ্ববর্তী ঘরে ঘুমাচ্ছিলেন শ্রমিকেরা। ভোররাতে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা হানা দিয়ে আল আমিন ও ভুট্টোর মালিকানাধীন খামারবাড়ি থেকে ৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর অপহরণকারীরা শ্রমিকদের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। যৌথ বাহিনী অভিযানের মুখে মোটা অংকের মুক্তিপণ নিয়ে অপহৃত ৯ শ্রমিককে পাহাড়ের অরণ্যে ছেড়ে দেন অস্ত্রধারীরা। খবর পেয়ে যৌথ বাহিনী জঙ্গলের রাস্তা থেকে অপহৃতদের উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে লুলাইং এলাকা থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে শ্লীলতাহানির চেষ্টা, মোবাইল দোকানদার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাসচাপায় মৃত্যু, পরিচয় মেলেনি সেই নারীর