বান্দরবানে চা চাষিদের জন্য লিফ কালেকশন সেন্টার উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

বান্দরবানে চা শিল্পের উন্নয়ন ক্ষুদ্রতায়ন চা চাষিদের কাঁচা চা পাতা সংরক্ষণের সুবিধার্থে সমপ্রীতির লিফ কালেকশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বান্দরবান সদরের চিম্বুক সড়কের শ্যারণ পাড়া এলাকায় সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, সেনা জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফিসহ সেনা বাহিনী, চা বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় চা চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন বলেন, এই লিফ কালেকশন সেন্টার ক্ষুদ্র চা চাষিদের দারিদ্র্য বিমোচনে সহায়ক হিসেবে কাজ করবে। সমপ্রীতি লিফ কালেকশন সেন্টার স্থাপনের মাধ্যমে এখানকার চাষীরা কাঁচা চা পাতা সংরক্ষণের সুবিধা পেয়ে উপকৃত হবে। তিনি বলেন, চা পাতা সঠিকভাবে সংরক্ষণের ফলে চা পাতার গুণগত মান ভাল থাকবে এতে কারখানায় ভাল মানের চা উৎপাদন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। চা চাষের ফলে এখানকার চাষিদের জীবনমান আরো উন্নত হবে। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সেনাবাহিনী সব সময় পাশে আছে এবং থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধক্যাবের গণঅবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধপবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ