বান্দরবানে চারটি উন্নয়ন কাজ উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১১:২১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের আইন শাসন বিভাগের বিভিন্ন উন্নয়ন মূলক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন ও বিচার বিভাগের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে চারটি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. এহ্‌সানুল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, মাওলানা মুজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।উন্নয়ন কাজগুলো হচ্ছে: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩১ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির হল রুম নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির ভবনের ৩য় তলা নির্মাণ, ৪৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষ নির্মাণ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে জজ কোর্ট জামে মসজিদের অজুখানা ও ইমামের বাসভবন নির্মাণ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা বিস্তারে অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের অবদান স্মরণীয়
পরবর্তী নিবন্ধকর্মচারীদের আন্তরিকতায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান হয়