বান্দরবানে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ১২:৪৪ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা মুফতি জকোরিয়া গ্রেফতার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মাদরাসা ছাত্র হত্যা ঘটনায় মামলা