বান্দরবানে চাঁদাবাজের ২ বছরের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ৮:০৬ অপরাহ্ণ

বান্দরবানে দ্রুত বিচার আইনে দায়ের করা চাঁদাবাজি মামলায় এক চাঁদাবাজকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেয়।
দণ্ডপ্রাপ্ত আসামী হলো জেলা সদরের কালাঘাটা এলাকার বাসিন্দা গুনধন ত্রিপুরার ছেলে ওয়াসেন ত্রিপুরা (২২)।
আদালত সূত্রে জানা যায়, মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী ওয়াসেন ত্রিপুরা নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সংস্কারপন্থী এমএন লারমা গ্রুপের বান্দরবানের কালেক্টর শাখার পরিচালক পরিচয় দিয়ে ব্যবসায়ী ও সাংবাদিক এইচ এম সম্রাটের কাছ থেকে পনের হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।
এসময় চাঁদা না দিলে অপহরণ ও হত্যার হুমকিও দেয়া হয়।
গত ৫ জুলাই ওয়াসেন ত্রিপুরা বান্দরবান বাজারের বনফুলের সামনে সাংবাদিক ও ব্যবসায়ী এইচ এম সম্রাটের কাছ থেকে চাঁদা আদায় করার সময় সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়।
এ সময় চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে ওয়াসেন ত্রিপুরা ও অংথোয়াইচিং নামে দু’জনকে আটক করা হয়।
এ ঘটনায় সাংবাদিক ও ব্যবসায়ী এইচ এম সম্রাট বাদী হয়ে দ্রুত বিচার আইনে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানিসহ যাবতীয় কার্যক্রম শেষে সোমবার বিকাল সাড়ে চারটায় মামলার অন্যতম আসামী ওয়াসেন ত্রিপুরাকে দুই বছরের কারাদণ্ডের রায় প্রদান করা হয়। অন্য আসামী অংথোয়াইচিং মার্মাকে খালাস প্রদান করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজউদ্দিন বাজারে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তারের জেরে টেকনাফে যুবক খুন