বান্দরবানে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য জেলে

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কুতুবউদ্দিন মিয়া লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য। গত রোববার রাতে লামা ও সদর থানা পুলিশ যৌথ অভিযানে বান্দরবান সদর উপজেলার রেইছা চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, কুতুবউদ্দিন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যভিচারের অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে গতকাল সোমবার আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। লামার আবদুস সোবহান রাবার প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল নিয়াজি তার বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি লামা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, লামা থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় ইউপি মেম্বারকে রেইছা চেকপোস্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কুতুবউদ্দিন মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও ৯টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছোলাবোঝাই ট্রাক উল্টে পড়ে চাপা দিল সিএনজিকে
পরবর্তী নিবন্ধবিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে পরিশোধ না করে আত্মগোপন