বান্দরবানে গ্রেপ্তার পাড়া প্রধান কারাগারে

বান্দরবান প্রতিনিধি

কেএনএফে জড়িত থাকার অভিযোগ | শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত থাকার অভিযোগে বোমাং সার্কেলের এক পাড়া প্রধানকে (কার্বারী) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম তোয়াং থান বম (৪৫)। তিনি সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের স্যারন পাড়ার কারবারি। আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ তাকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হকের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান চিফ জুড়িশিয়াল আদালতের উপপুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত জানান, কেএনএফের রুমায় ব্যাংক ডাকাতিঅস্ত্র লুটের মামলায় পুলিশ স্যারণ পাড়ার বাসিন্দার মৃত নুয়াং থাং বমের ছেলে গ্রাম প্রধানকে আদালতে হাজির করে। আদালত অভিযোগ শুনে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে মাদক মামলায় ২ আসামীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধস্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার