বান্দরবানে গোপন বৈঠক আইনজীবীসহ জামায়েতের ৭ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

বান্দরবানে জামায়াত শিবিরের গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ৭ সক্রিয় সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে অভিযুক্তদের পুলিশ বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হকের আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করে। আদালত অভিযোগ শুনে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্ত আসামিরা হলেনজামায়াতে ইসলামী বান্দরবানের সদস্য মো. ইমরানুল হক (৩০), মো. মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯), মো. আশরাফুল ইসলাম (৩০), আইনজীবী মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬), হুমায়ূন কবির (৩৭)

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদরের যৌথখামার এলাকায় সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের প্রত্যেকের মোবাইলে রাষ্ট্র বিরোধেী বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন টেঙট ম্যাসেজ, ভিডিওঅডিও বার্তা ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হোটেল নিলাদ্রী থেকে মতিউর রহমান নিজামীর লেখাসহ বিভিন্ন লেখকের বই, রাষ্ট্রবিরোধী লিফলেট উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজলিলনগরে পিকআপের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলে কর্মশালা