বান্দরবানে গরীব মেধাবী শিক্ষার্থী ও দুস্থ দুরারোগ্য রোগীদের চেক বিতরণ

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বান্দরবানে গরিব মেধাবী শিক্ষার্থী, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুস্থ ব্যক্তি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে অনুদানের চেক বিতরণ করা হয়। গতকাল রোববার অরুনসারকি টাউনহল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, পৌরসভার মেয়র সৌরভ দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরী, উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার প্রমুখ। শেষে জেলার জটিল রোগে আক্রান্ত ৪০ জন দুস্থ রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা, গরীব মেধাবী ২৮৪ জন শিক্ষার্থীকে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ৯ লাখ ৯৪ হাজার টাকা, গরীব দুস্থ ১৭২ জন রোগীকে চিকিৎসার জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে ১২ লাখ ৫ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪৭টি পরিবারকে ৭ হাজার টাকা করে ১০ লাখ ২৯ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিলো যমুনা অয়েল কোম্পানী
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার উপেক্ষা করে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে