বান্দরবানে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বান্দরবানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার সকালে বান্দরবানের সেনা জোন মাঠ প্রাঙ্গণে ভারি বৃষ্টিতে নিম্ন এলাকায় প্লাবিত ১৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে চাল, ডাল, তেল ও স্যালাইন বিতরণ করেন প্রধান অতিথি বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর মিঞা মোহাম্মাদ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি প্রতিনিয়তই মানবিক উন্নয়ন কর্মকাণ্ডে অপরিসীম ভূমিকা রেখে চলেছে। প্রতিনিয়তই বান্দরবান সেনা জোন যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সর্বদা পাশে যে দাঁড়িয়েছে আজও তার বিকল্প নয়। সম্প্রতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ আমাদের এই সামান্য সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত। বর্তমানের ন্যায় ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখব। পাশাপাশি আপনারাও সেনাবাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করে এই উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রগামী করে রাখবেন বলে আমি আশাবাদী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাব সদস্যদের চিকিৎসায় স্থায়ী ফান্ড করার ঘোষণা সুফী মিজানের